হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্পের ঘোষিত নীতির বিরুদ্ধে নিউইয়র্ক ও সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ছবি: সংগৃহীত

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ করেছেন বিপুলসংখ্যক মানুষ। গতকাল শনিবার ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও সিয়াটলসহ প্রধান শহরগুলোর সড়কে নেমে আসেন কয়েক হাজার মানুষ। এসব কর্মসূচি থেকে নারীদের গর্ভপাতের অধিকার ও অবৈধ অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিক্ষোভকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরাও ছিলেন। শ্রমিকদের অধিকার ও অভিবাসীদের বিষয়ে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান তাঁরা।

নিউ ইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে আয়োজিত বিক্ষোভ থেকে ট্রাম্পের ঘোষিত বিভিন্ন নীতির প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তাঁদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরাই আমাদের রক্ষা করি; মি. প্রেসিডেন্ট, নারীরা তাঁদের স্বাধীনতার জন্য আর কত অপেক্ষা করবে; আমরা পিছু হটব না— এমন নানা স্লোগান। এ সময় ‘আমরা এখানে আছি, চলে যাচ্ছি না’ স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন আন্দোলনকারীরা।

ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে উইমেন্স মার্চে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘আমাদের বিশ্বাস, আমরাই জিতব!’ এতে অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, যেখানে আমার পছন্দের অধিকার নেই, সেখানে আমার স্বাধীনতা কোথায়; ভালো ব্যবহার দিয়ে ইতিহাস তৈরি করা যায় না; নারীরা, তোমরা কখনও একা নও ইত্যাদি।

সিয়াটলে বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল ফিলিস্তিনিদের লড়াই ও প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত সাদাকালো স্কার্ফ কেফিয়াহ। কর্মসূচি থেকে যুদ্ধ, নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ের আওয়াজ তোলেন আন্দোলনকারীরা।

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার