হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

লুইজিয়ানায় ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে ১০ জনকে হত্যা ‘ইচ্ছাকৃত’

নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান কির্কপ্যাট্রিক ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে দাবি করেছেন। ছবি: ফক্স নিউজ

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরের জনপ্রিয় পর্যটন এলাকা নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনের সময় মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনাটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে দাবি করেছে পুলিশ। নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান কির্কপ্যাট্রিক জানিয়েছেন, হামলাকারী ব্যারিকেড ভেঙে বার্বন স্ট্রিটে ঢুকে মানুষের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে হামলা চালিয়েছেন। তিনি বলেন, ‘দ্রুত গতিতে গাড়ি উঠিয়ে দিয়ে যত বেশি মানুষকে আঘাত করা যায়, তত বেশি মানুষকে হত্যা করাই ছিল তাঁর উদ্দেশ্য।’

বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, এই হামলার ঘটনায় এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় বেলা সোয়া ৩টার দিকে ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় বার্বন স্ট্রিটে অসংখ্য মানুষ নববর্ষ উদযাপন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং এর পরপরই চালক গাড়ি থেকে নেমে গুলি চালানো শুরু করেন। তখন পুলিশ পাল্টা গুলি চালায়। কির্কপ্যাট্রিক জানিয়েছেন, এই হামলায় দুজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা বর্তমানে সুস্থ আছেন।

লুইজিয়ানার মেয়র লাটোয়া ক্যান্ট্রেল ঘটনাটিকে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করলেও, এফবিআই এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। ইতিমধ্যে এফবিআই এ ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ বলে উল্লেখ করেছেন।

নিউ অরলিন্স সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিউ অরলিন্স পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান কির্কপ্যাট্রিক জানিয়েছেন, এখন পর্যন্ত আহতের সংখ্যা বেড়ে ৩৫ এ পৌঁছেছে।

আইওয়া থেকে নিউ অরলিন্সে বেড়াতে আসা জিম ও নিকোল মাওরার হামলার ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। নিকোল জানান, তাঁরা আতশবাজি দেখে হেঁটে যাওয়ার সময় গাড়িটি দ্রুতগতিতে ব্যারিকেড ভেঙে মানুষের মধ্যে ঢুকে পড়ে।

তিনি বলেন, ‘গাড়িটি আমাদের এক ব্লকের মধ্যে মানুষের ওপর আঘাত হানে। এরপর আমরা গুলির শব্দ শুনি। আমরা আহতদের সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারি ঘটনাস্থলেই অনেকে মারা গেছেন।’

এফবিআই এজেন্ট আলেথিয়া ডানকান জানান, ঘটনাস্থলে সন্দেহজনক বিস্ফোরক পাওয়া গেছে। তবে এগুলো ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা নিশ্চিত নয়। তিনি আরও জানান, হামলাকারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনও জানা যায়না।

সিবিএসের প্রতিবেদন থেকে জানা গেছে, নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনাটি সম্পর্কে অবগত করা হয়েছে। তিনি নিউ অরলিন্স সিটি কর্তৃপক্ষকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন সিটি মেয়র লাটোয়া ক্যান্ট্রেল।

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ