হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীকে ‘আপনি এখন ঘুমাতে পারেন’ কেন বলেছিলেন বাইডেন?

একজন নবনির্বাচিত বিশ্বনেতাকে ‘অভিনন্দন’ জানানোই প্রচলিত রীতি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজকে ‘শুভরাত্রি’ বলেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

নির্বাচনে জয়ী হওয়ার পরই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ দীর্ঘ পথ পাড়ি দিয়ে টোকিওতে কোয়াড সম্মেলনে যোগ দেওয়ায় তাঁর প্রশংসা করেছেন জো বাইডেন। কোয়াড অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের একটি ছোট গ্রুপ। আজ মঙ্গলবার টোকিওতে কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

অ্যান্থনি আলবেনিজকে উদ্দেশ্য করে জো বাইডেন বলেন, ‘প্রথমবারের মতো কোয়াড মিটিংয়ে অংশগ্রহণের জন্য আপনাকে স্বাগত জানাই। আপনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই কোয়াড সম্মেলনে যোগ দেওয়ার জন্য বিমানে উঠেছেন। নিশ্চয় আপনি অনেক ক্লান্ত। সুতরাং আপনি এখন ঘুমাতে পারেন।’ 

জো বাইডেন আরও বলেন, ‘আমি জানি না আপনি কীভাবে এত কঠোর পরিশ্রম করলেন। এটি সত্যিই অসাধারণ।’ 

এএফপি জানিয়েছে, কোয়াড শীর্ষ সম্মেলনের পরে বাইডেন ও আলবেনিজ আলাদাভাবে দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন। 

গত ২১ মে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অ্যান্থনি আলবেনিজ। তিনি দেশটির লেবার পার্টির নেতা। দীর্ঘ ৯ বছর পর তাঁর নেতৃত্বে লেবার পার্টি আবার অস্ট্রেলিয়ার ক্ষমতায় বসেছে। 

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প