হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিশ্বব্যাপী দুর্যোগ মোকাবিলায় এখন থেকে ইউএসএআইডির কাজ করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ব্যুরো (পিআরএম) এখন থেকে বিদেশে দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব দেবে। এর আগে এই কাজটি করত ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডি ভেঙে দেওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন, পিআরএম-এর এই কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও কর্মী নেই। রয়টার্স এক অভ্যন্তরীণ তারবার্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই পরিবর্তনের ফলে মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের মতো দুর্যোগে যুক্তরাষ্ট্রের সাড়া দিতে দেরি হতে পারে।

ইউএসএআইডি-এর মানবিক সহায়তা ব্যুরো এবং ইউএস ফরেন ডিজাস্টার রিলিফ অফিসে প্রায় ৫২৫ জন বিশেষজ্ঞ কাজ করতেন। কিন্তু পিআরএম এদের মধ্যে মাত্র ২০ জনকে নিয়োগ দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই সংখ্যা পর্যাপ্ত নয় এবং পিআরএম-এর নেতৃত্বের বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় কোনো ধারণা নেই।

মানবাধিকার সংগঠন রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেরেমি কোনিন্ডিক বলেছেন, ‘পিআরএম কোনো অপারেশনাল সংস্থা নয়। তারা গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু এটি তাদের কাজ নয়।’ তিনি সতর্ক করে বলেছেন, আসন্ন ক্যারিবীয় ঘূর্ণিঝড় মৌসুমে যুক্তরাষ্ট্র অতীতের মতো দ্রুততার সঙ্গে দুর্যোগ সহায়তা দল পাঠাতে পারবে না। কোনিন্ডিক এর আগে ইউএস ফরেন ডিজাস্টার রিলিফ অফিসের পরিচালক ছিলেন।

গত ২৫ মার্চ মিয়ানমারে এক মারাত্মক ভূমিকম্পের পর ট্রাম্প প্রশাসন দেরিতে ও অপর্যাপ্ত সাড়া দেওয়ায় অনেক বিশেষজ্ঞ সমালোচনা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন, মিয়ানমার একটি কঠিন জায়গা এবং সেখানকার সামরিক জান্তা যুক্তরাষ্ট্রকে পছন্দ করে না। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রই বেশির ভাগ আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রদান করে থাকে।

এক তারবার্তায় বলা হয়েছে, পিআরএম-এর অনুমোদন পেলে প্রাথমিকভাবে ১ লাখ ডলার পর্যন্ত ত্রাণ দেওয়া যেতে পারে। অতিরিক্ত সাহায্যের জন্য অন্যান্য স্টেট ডিপার্টমেন্ট অফিসের সঙ্গে আলোচনা করা হবে। ইউএসএআইডি ভেঙে ফেলার কারণে হাজার হাজার ঠিকাদারকে ছাঁটাই করা হয়েছে। প্রায় ১০ হাজার কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে এবং তাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের জীবন রক্ষাকারী কর্মসূচিও বাতিল করা হয়েছে, যা লাখ লাখ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ছিল।

কোনিন্ডিক সতর্ক করে বলেছেন, ডিএআরটিএস-এর কার্যপদ্ধতি পিআরএম-তে নকল করা সম্ভব নয়। তিনি বলেন, ‘তারা কেবল একটি ‘পটেমকিন ডিএআরটি’ বা ছোট আকারের ডিএআরটি তৈরি করার চেষ্টা করছে।’ এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে বড় ধরনের দুর্যোগে যুক্তরাষ্ট্রের সাড়াদানের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প