আগামী কয়েকদিনের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলে আরও সন্ত্রাসী হামলা চালানো হতে পারে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, এই মিশনের পরবর্তী কয়েক দিন হবে সবচেয়ে বিপজ্জনক সময়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এই হামলার এখন পর্যন্ত ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, জঙ্গি হামলা সত্ত্বেও ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র।