হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পর্বতশৃঙ্গের নাম পাল্টাতে গিয়ে নিজ দলের বিরোধিতার মুখে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ডেনালি। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিজ দলের ভেতরেই বিরোধিতার মুখে পড়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (স্থানীয় সময়) আলাস্কার সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সিনেট ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে ভোট দেয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্প দেশটির সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ‘ডেনালি’র নাম পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাককিনলি’ রাখার আদেশ দিয়েছিলেন।

কিন্তু তাঁর ডেনালি পর্বতের নাম পরিবর্তনের সিদ্ধান্তে আলাস্কার আইনপ্রণেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। গতকাল শুক্রবার আলাস্কার সিনেট সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করে ট্রাম্পকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায়। প্রস্তাবে বলা হয়, ‘ডেনালি নামটি রাজ্যের সংস্কৃতি ও গভীর পরিচয়ের অংশ।’

প্রস্তাবে আরও বলা হয়, ‘আলাস্কার বাসিন্দারা বিশ্বাস করেন, রাজ্যের ভৌগোলিক স্থানের নামকরণ তাঁদের এবং তাঁদের প্রতিনিধিদের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত।’

ক্ষমতায় এসেই একের পর এক নির্বাহী আদেশ দিয়ে যুক্তরাষ্ট্রের সরকারকে নতুনভাবে রূপান্তর করতে চেয়েছেন ট্রাম্প। এগুলোর মধ্যে রয়েছে ট্রাম্প-সমর্থক দাঙ্গাকারীদের (ক্যাপিটল হিল দাঙ্গা) জন্য সাধারণ ক্ষমা, ফেডারেল নিয়োগ স্থগিত এবং জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের সাংবিধানিক প্রথা বাতিলের চেষ্টা। তবে ২০ হাজার ৩০০ ফুট (৬,২০০ মিটার) উঁচু ডেনালি পর্বতের নাম পরিবর্তনের আদেশ আলাস্কার আইনপ্রণেতাদের ক্ষোভের কারণ হয়েছে।

এর আগে ১৯৭৫ সালে নিম্নকক্ষের আইনপ্রণেতারা এই পর্বতের আদিবাসী নামের স্বীকৃতির জন্য দাবি তুলেছিলেন; কিন্তু সেটি গৃহীত হয়নি। এর প্রায় চার দশক পর, ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে এই দাবির স্বীকৃতি দেন এবং ‘মাউন্ট ম্যাককিনলি’ নামটি বাদ দেন।

১৯১৭ সালে ‘মাউন্ট ম্যাককিনলি’ নামটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছিল। এটি যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির সম্মানে রাখা হয়েছিল। রিপাবলিকান প্রেসিডেন্ট ম্যাককিনলি ১৮৯৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

বিমানে শালীন পোশাকের পরামর্শ মার্কিন মন্ত্রীর—প্রতিবাদে ‘অশালীন’ যাত্রীরা

মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যোগ হতে পারে ৩০টির বেশি দেশ

মার্কিন হামলায় বেঁচে যাওয়া দুজনকে দ্বিতীয় আঘাতে হত্যা—ভিডিও ফাঁসে হইচই

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র