হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: মাস্ক 

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ হারে জাতীয় ঋণ পরিশোধ করছে, তা দেশটির প্রতিরক্ষা বাজেটকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র অতি দ্রুত দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অল-ইন নামে এক পডকাস্টে তিনি এ কথা বলেছেন। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তথা ট্রেজারি বিভাগ জানিয়েছিল, দেশটির বর্তমান জাতীয় ঋণ ৩৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে বিগত ছয় মাসেই বেড়েছে ১ ট্রিলিয়ন ডলার। এর আগে, গত জুন মাসে মার্কিন পার্লামেন্ট দেশটির জন্য ৮৯৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদ দেয়, যা আগের বছরের চেয়ে ১ শতাংশ বেশি। 

এ বিষয়ে আলোকপাত করে ইলন মাস্ক বলেন, ‘জাতীয় ঋণের বিপরীতে সুদের অর্থ প্রদানের পরিমাণ এখন সমগ্র প্রতিরক্ষা বিভাগের বাজেটের চেয়ে বেশি এবং তা ক্রমেই বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত দেউলিয়া হয়ে যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণে যত ট্রিলিয়ন ডলার যুক্ত হচ্ছে, আমাদের সন্তানদের কাঁধে তত বেশি ঋণের দায় বাড়ছে।’ 

এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইলন মাস্ক তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম এক্সে এক টুইটে জানান, আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্রকে ঋণের বিপরীতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সুদ পরিশোধ করতে হবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় রাজস্ব আয়ের ২৫ শতাংশ। 

এ ছাড়া, চলতি মাসের শুরুর দিকে ইলন মাস্ক সতর্ক করে বলেন, সরকারি ব্যয়ের বর্তমান হার মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্রুত দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলছে। গত আগস্টে ইউএস লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক মুদ্রাস্ফীতি ২০২১ সালের পর প্রথমবারের মতো ৩ শতাংশের নিচে নেমেছে।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প