হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কমলা ও হিলারির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

কমলা হ্যারিস, ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন। ছবি: সংগৃহীত

কমলা হ্যারিস ও হিলারি ক্লিনটনসহ একাধিক সাবেক কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের কথা বলেছিলেন ট্রাম্প। সর্বশেষ ঘোষণায় তিনি এটি বাস্তবায়ন করলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যেরও নিরাপত্তা ছাড়পত্র বাতিল করছেন।

ট্রাম্প বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় স্বার্থে নিম্নলিখিত ব্যক্তিদের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশ করার আর কোনো অধিকার নেই।’

সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনি ও অ্যাডাম কিনজিঞ্জারও তাঁদের নিরাপত্তা ছাড়পত্র হারানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন। এ ছাড়া, প্রথম ট্রাম্প প্রশাসনের রাশিয়ান-বিষয়ক উপদেষ্টা ফিওনা হিলও এই তালিকায় স্থান পেয়েছেন।

অন্য যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন জেক সুলিভান, লিসা মোনাকো, মার্ক জাইদ, নরম্যান আইজেন, লেটিটিয়া জেমস, অ্যালভিন ব্র্যাগ, অ্যান্ড্রু ওয়েসম্যান ও আলেক্সান্ডার ভিন্দম্যান।

এর আগে ট্রাম্প চার ডজনেরও বেশি সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছিলেন। তিনি অভিযোগ করেন, এসব ব্যক্তি ২০২০ সালের নির্বাচনে বাইডেনের পক্ষে কাজ করেছেন।

সাধারণত সৌজন্যস্বরূপ সাবেক প্রেসিডেন্ট এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা তাঁদের নিরাপত্তা ছাড়পত্র রাখার অগ্রাধিকার পান। তাই ট্রাম্পের এমন সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তবে এই বিষয়টি ২০২১ সালে প্রথম শুরু করেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ট্রাম্পকে ‘অস্থির আচরণের’ মানুষ উল্লেখ করে তাঁর নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে দেন।

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প