হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রোমান আব্রামোভিচের ২ ব্যক্তিগত বিমান জব্দের অধিকার পেল যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিলিয়নিয়ার ও বিখ্যাত ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক রোমান আব্রামোভিচের দুটি বিমান জব্দ করার অধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি আদালত গত সোমবার যুক্তরাষ্ট্রে থেকে যাওয়া রোমান আব্রামোভিচের ওই দুটি বিমান জব্দ করতে পরোয়ানা জারি করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক রাশিয়া এবং রাশিয়ার অলিগার্চদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় এই জব্দ করার অধিকার পেল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়া এবং রুশ অলিগার্চদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ম্যানহাটনের একটি ফেডারেল আদালত ওই পরোয়ানা জারি করে। আদালত জানিয়েছে, যেহেতু বিমান দুটি যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে তাই বিমান দুটি জব্দ করা প্রয়োজন। এর আগে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ থেকে আব্রামোভিচের ওই বিমান দুটির ব্যাপারে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেও আদালতের এই পরোয়ানা। 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকার প্রায় ৩৫০ মিলিয়ন ডলার মূল্যের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং ৬০ মিলিয়ন ডলার মূল্যের গালফস্ট্রীম জি–৬৫০ ইআর বিমান দুটির দখল নিতে পারছিল না আইনি বাঁধার কারণে। কিন্তু আদালতের এই রায়ের মাধ্যমে সেই বাঁধা দূর হলো।

ওই কর্মকর্তা আরও বলেছেন, এই পরোয়ানা মূলত রোমান আব্রামোভিচকে ভয় দেখানোর জন্য যাতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আক্রমণ বন্ধ করার বিষয়ে প্রভাবিত করেন। 

তবে এই বিষয়ে আব্রামোভিচের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। আব্রামোভিচ বরাবরই তাঁর সঙ্গে পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। 

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প