হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাজায় যুদ্ধবিরতির কথা বলেও ইসরায়েলে অস্ত্র-গোলাবারুদ পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আবার সেই দেশই ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তার পরিকল্পনা করেছে। বিশেষ করে ইসরায়েলের অস্ত্রের মজুত বাড়ানোর লক্ষ্যে আরও বেশি বেশি বোমা ও গোলাবারুদ দেওয়া হতে পারে। 

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, দেশটি ইসরায়েলকে এমকে-৮২ সিরিজের বোমা ও কেএমইউ-৫৭২ ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস দেওয়া হবে। কেএমইউ-৫৭২ ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস বোমাকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহায়তা করে। 

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এফএমইউ-১৩৯ বোম্ব ফিউজও দেবে। সব মিলিয়ে এসব বোমা ও গোলাবারুদের বর্তমান বাজারমূল্য কয়েক লাখ মিলিয়ন ডলার। প্রতিবেদনে এসব গোলাবারুদের প্রকৃত মূল্যের বিষয়টি উল্লেখ করা হয়নি। 

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের বোমা ও গোলা-বারুদ পাঠানোর প্রস্তাবটি এখনো বিবেচনা বা পর্যালোচনা করে দেখছে বাইডেন প্রশাসন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কংগ্রেসে অনুমোদনের জন্য জমা দেওয়ার আগে এই প্রস্তাবে আরও পরিবর্তন আসতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়ে জানতে চেয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সবাই এ বিষয়ে কোনো ধরনে মন্তব্য করা থেকে বিরত থাকেন। অবশ্য এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দুই দফা কংগ্রেসের অনুমতি ছাড়াই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে বাইডেন প্রশাসন। 

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি গাজায় হামাসের হাতে বন্দী-জিম্মিদের মুক্ত করতে অঞ্চলটিতে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চাইলেও বিষয়টি নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি সামনে এল।

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন