হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাজায় গণহত্যায় বাইডেনের নীতির সমালোচনা করে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তার পদত্যাগ

গাজায় চলমান গণহত্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন তারই প্রশাসনের এক জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা। গতকাল বুধবার পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন ও নীতি উন্নয়ন বিষয়ক কার্যালয়ের বিশেষ সহকারী তারিক হাবাশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গণহত্যা চললেও বাইডেন প্রশাসনের ইসরায়েল-ঘেঁষা নীতির সমালোচনা চলছে সর্বত্র। অসন্তোষ বাড়ছে বাইডেনের প্রশাসনেও। তারই সর্বশেষ ইঙ্গিত ছিল তারিক হাবাসের পদত্যাগ। এ ছাড়াও, গাজা ইস্যুতে বাইডেন ভোটার হারাতে পারেন বলে গতকালই এক বেনামি চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সতর্ক করেছে বাইডেনের নির্বাচনী প্রচারণায় যুক্ত ১৭ জন কর্মী।

শিক্ষামন্ত্রী মিগুয়েল কর্ডোনার কাছে লেখা এক চিঠিতে তারিক হাবাশ বলেছেন, ‘নিরীহ ফিলিস্তিনিদের ওপর সংঘটিত নৃশংসতা যেভাবে দেখেও না দেখার ভান করছে এই (বাইডেন) প্রশাসন তাতে আমি নীরব থাকতে পারি না। শীর্ষস্থানীয় মানবাধিকার বিশেষজ্ঞরা গাজায় ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা বলে অভিহিত করেছেন।’

ফিলিস্তিনি-আমেরিকান নাগরিক তারিক হাবাশ শিক্ষার্থী ঋণের বিষয়ে একজন বিশেষজ্ঞ। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিকে তাকে যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের ঋণ দেওয়ার ব্যাপারে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাইডেন প্রশাসনের প্রতি বেনামি চিঠিতে আহ্বান জানিয়েছে তার নির্বাচনী প্রচারণার ১৭ কর্মী। চিঠিতে বলা হয়, ডেমোক্রেটিক পার্টির নির্বাচনী প্রচারণা সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকদের দলে দলে প্রচারণা ছেড়ে চলে যেতে দেখা গেছে। যারা কয়েক দশক ধরে ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিয়ে আসছে তারাও গাজায় চলমান সহিংসতার কারণে প্রথমবারের মতো নীল দলে ভোট দেওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় ভুগছে।

এ সম্পর্কে মন্তব্যের জন্য অনুরোধ করেও বাইডেনের প্রচারণা চালানো দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অবশ্য বাইডেন প্রশাসনের নীতির প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তার পদত্যাগের ঘটনা এটাই প্রথম নয়। গত অক্টোবরে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনের অভিযোগ তুলে পদত্যাগ করেছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জশ পল।

এ ছাড়া গত বছরের নভেম্বরে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) এক হাজারেরও বেশি কর্মকর্তা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেন প্রশাসনকে লেখা এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছিলেন। ওই কর্মকর্তারা পেশাগতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অংশ ছিলেন।

আর গত ডিসেম্বরে বাইডেন প্রশাসনের কিছু কর্মী গাজায় যুদ্ধবিরতির দাবিতে হোয়াইট হাউসের কাছে একটি কর্মসূচি পালন করেছিলেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল বুধবার বলেছেন যে, গাজায় গণহত্যা চলছে এমন কোনো কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেনি।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা