হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুতিন সকালে ভালো কথা বলে রাতে সবার ওপর বোমা মারেন: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

চলতি বছরের জানুয়ারি থেকে মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন সংকট নিরসনের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কোনো ফল মিলছে না। তাই সম্প্রতি তিনি ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সকালে খুব সুন্দর করে কথা বলেন, আর সন্ধ্যায় সবার ওপর বোমা ফেলেন।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় রাজি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প এমন ইঙ্গিত দেন।

স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ওদের প্যাট্রিয়ট পাঠাব, যেটা ওদের খুব দরকার।’ তিনি বলেন, ‘পুতিন অনেক মানুষকে চমকে দিয়েছে। তিনি সকালে ভালো ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় সবাইকে বোমা মারেন। এদিকে একটা সমস্যা আছে, আমি এটা পছন্দ করছি না।’

ট্রাম্প জানান, তিনি এখনো ঠিক করেননি কতটি প্যাট্রিয়ট পাঠাবেন। তবে কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন পাবে, কারণ ‘ওদের নিরাপত্তার দরকার আছে।’ ট্রাম্প এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যার কিছুদিন আগেই তিনি নিশ্চিত করেছেন, তাঁর সরকার ইউরোপের ন্যাটো মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করবে, যেগুলো তারা ইউক্রেনকে দিতে পারবে।

এদিকে, এ সপ্তাহেই ট্রাম্পের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ওয়াশিংটন ডিসিতে রুটের এই সফরের মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আজ সোমবার তিনি রাশিয়া নিয়ে ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ দেবেন।

রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র জানিয়েছে, ট্রাম্পের ঘোষণায় ইউক্রেনের জন্য ‘আক্রমণাত্মক অস্ত্র’ অন্তর্ভুক্ত থাকবে।

ইউক্রেনে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প এখন ক্রমেই পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। পুতিন বারবার স্বল্প সময়ের যুদ্ধবিরতিতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। রাশিয়া বলছে, যুদ্ধবিরতির ফলে ইউক্রেন নতুন করে সেনা সমাবেশ ও অস্ত্র মজুত করার সুযোগ পাবে।

গত মঙ্গলবার ট্রাম্প তার এখন পর্যন্ত পুতিনবিরোধী সবচেয়ে কড়া মন্তব্য করে বলেন, ‘তিনি সব সময় ভদ্রভাবে কথা বলেন, কিন্তু তার কোনো মানে নেই।’ পুতিনের বিরুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নাটকীয় মিথ্যাচার’ করার অভিযোগও করেন।

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন কমিয়ে দেন। তিনি ওয়াশিংটনের এই সহায়তাকে মার্কিন করদাতাদের জন্য বোঝা বলে উল্লেখ করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শান্তির পথে অন্তরায় বলেও মন্তব্য করেন।

রোববার ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তাঁর আসন্ন ঘোষণা রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারির সঙ্গে সংশ্লিষ্ট কি না? এ সময় তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে আবারও পুতিনের প্রতি নিজের হতাশা প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনের ওপর খুব হতাশ। আমি ভাবতাম তিনি যা বলেন, তা-ই করেন। তিনি এত সুন্দর করে কথা বলেন, তারপর রাতেই মানুষকে বোমা মেরে উড়িয়ে দেন। এটা আমাদের পছন্দ না।’

আরও খবর পড়ুন:

ফিলিস্তিনসহ ৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা