হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানের স্ত্রী বুশরাকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা

গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে পুনরায় গ্রেপ্তার হতে পারেন বুশরা বিবি। ছবি: এএপপি

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির মামলায় আজ বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের একটি আদালত। গত অক্টোবরে ৯ মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান বুশরা বিবি। কিন্তু আজকের গ্রেপ্তারি পরোয়ানা জারির ফলে, তিনি পুনরায় গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বেচাকেনার নতুন মামলায় টানা ১০ দিন শুনানিতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই মামলা দায়ের করে।

মামলার অভিযোগে বলা হয়, তিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় ১৪ কোটি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন। তবে ইমরান খান ও বুশরা বিবি উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার মামলার শুনানি করেন এফআইএর বিশেষ আদালতের জজ শাহরুখ আরজুমান্দ।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর ইমরান খানের ‘চূড়ান্ত বিক্ষোভে’র আহ্বানে সাড়া দিয়ে ইসলামাবাদে অভিমুখে যাত্রা করেন হাজার হাজার পিটিআই কর্মী। ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই বিক্ষোভের নেতৃত্ব দেন।

২৭ নভেম্বর ইসলামাবাদে পৌঁছানোর পর আধাসামরিক বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এতে কমপক্ষে আটজন কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ করে পিটিআই। তবে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘বিক্ষোভে কোনো গুলি চালানো হয়নি এবং কোনো লাশ হাসপাতালে আসেনি। পিটিআই নেতারা ১০ থেকে ২০০ জন নিহত হওয়ার কথা বললেও এটি সত্য নয়।’

টানা তিন দিনের উত্তেজনা শেষে ২৭ নভেম্বর সন্ধ্যায় ইমরান খানের সমর্থকেরা রাজধানী ইসলামাবাদের রেড জোন ডি-চক এলাকায় পৌঁছানোর পর বিক্ষোভ কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়। এরপর পিটিআই শাসিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পালিয়ে যান বুশরা বিবি।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন