হোম > বিশ্ব > পাকিস্তান

‘মুখ ফসকে ওসামা বিন লাদেনকে শহীদ বলেছেন ইমরান খান’

ঢাকা: মার্কিন হামলায় নিহত জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী আল-কায়েদার সাবেক নেতা ওসামাকে মুখ ফসকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন। বেসরকারি সংবাদমাধ্যম জিও নিউজকে তিনি এমনটি জানান। 

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, পাকিস্তান ওসামা বিন লাদেনকে ‘সন্ত্রাসী’ এবং আল-কায়েদাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে মনে করে। 

গত জুনে পাকিস্তানের সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে শহীদ করেছেন। সামাজিক যোগাযোগামাধ্যমে সেই মন্তব্যের একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। 

তোলো নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দাবি করেন, ইমরান খানের মন্তব্যকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। 

 ২০১১ সালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের বিশেষ অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার অভিযোগ ছিল।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন