হোম > বিশ্ব > পাকিস্তান

‘মুখ ফসকে ওসামা বিন লাদেনকে শহীদ বলেছেন ইমরান খান’

ঢাকা: মার্কিন হামলায় নিহত জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে ‘শহীদ’ বলে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী আল-কায়েদার সাবেক নেতা ওসামাকে মুখ ফসকে ‘শহীদ’ হিসেবে অভিহিত করেছেন। বেসরকারি সংবাদমাধ্যম জিও নিউজকে তিনি এমনটি জানান। 

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, পাকিস্তান ওসামা বিন লাদেনকে ‘সন্ত্রাসী’ এবং আল-কায়েদাকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে মনে করে। 

গত জুনে পাকিস্তানের সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে শহীদ করেছেন। সামাজিক যোগাযোগামাধ্যমে সেই মন্তব্যের একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। 

তোলো নিউজকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দাবি করেন, ইমরান খানের মন্তব্যকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। 

 ২০১১ সালে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের বিশেষ অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার অভিযোগ ছিল।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে