হোম > বিশ্ব > পাকিস্তান

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষো। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছে। শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদের এক অধিবেশনে বক্তব্য প্রদানকালে এই আহ্বান জানান।

তিনি বলেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। যদি মুসলিম জাতিগুলি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের প্রত্যেকেরই একই পরিণতি হবে। খবর আল-জাজিরার

খাজা আসিফ বলেন, ইসরাইল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। তবে এই হামলায় ইসরাইল একা কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ইরান পাকিস্তানের নিকটবর্তী দেশ এবং তাদের সম্পর্ক বহু শতাব্দী ধরে টিকে আছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ইরানের পাশে আছে।

তার ভাষ্য, ইরানিরা তাদের ভাই, তাদের যন্ত্রণায় তারাও ব্যথিত। তাই ইরানের স্বার্থ রক্ষা করা পাকিস্তানের কর্তব্য।

তার মতে, পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিম জনগণও এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হচ্ছেন, তাদের মানবিকতা জাগ্রত হয়েছে। অথচ মুসলিম বিশ্ব এখনও ঘুমিয়ে রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান সবসময়ই নিজেদের অবস্থানে অটল থেকে ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেয়নি এবং কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কও স্থাপন করেনি।

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন