হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খানসহ পিটিআইয়ের ৬০০ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানসহ দলটির ৬০০ নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানের জিও নিউজ অসমর্থিত সূত্রে এ তথ্য জানিয়েছে। 

সূত্র অনুযায়ী, ৯ মের সহিংসতা ও শহীদদের স্মৃতিসৌধ অবমাননার তদন্ত করছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন অথোরিটি (এফআইএ)। এই তদন্তের স্বার্থেই তাঁদের নাম সংস্থাটির প্রভিশনাল ন্যাশনাল আইডেনটিফিকেশন লিস্টের (পিএনআইএল) অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ এই লিস্টের অন্তর্ভুক্ত হলে তিনি আর দেশ ত্যাগ করতে পারেন না। 

এই তালিকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নামও রয়েছে। এ ছাড়া মুরাদ সাঈদ, মালেকা বোখারি, ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ চৌধুরী, কাসিম সুরী, আসাদ কায়সার, ইয়াসমিন রশিদ ও মিয়ান ইকবালও রয়েছেন এই তালিকায়। 

সূত্র আরও জানিয়েছে, পিটিআই নেতা ও কর্মকর্তারা গত তিন দিন ধরে দেশত্যাগের চেষ্টা করছেন। কিন্তু তাঁদের এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও গোয়েন্দা সংস্থাগুলো তাঁদের নাম এয়ারপোর্টকে আগেই জানিয়েছিল বলে জানা গেছে। 

 ৯ মের সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত তেহরিক-ই-পাকিস্তানের হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সহিংসতায় অন্তত আটজন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছিলেন। 

এদিকে ৯ মে প্রকাশ্যে রাষ্ট্রীয় স্থাপনায় হামলার নিন্দা জানান পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা ও আইনপ্রণেতা। এরপর তাঁরা দল থেকে পদত্যাগও করেছেন। তাঁদের মধ্য রয়েছেন শিরেন মাজারি, আসাদ উমার, ফাওয়াদ চৌধুরী, আমির মাহমুদ খান, মালিক আমিন আসলাম, মাহমুদ মৌলভি, আফতাব সিদ্দিকি, ফায়াজুল হাসান চোহান।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া