হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে গুলি ফুটিয়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন, শিশুসহ আহত ৫৭

স্বাধীনতা দিবসের উৎসবে ছোড়া গুলিতে পাকিস্তানের করাচিতে ৫৭ জন আহতের ঘটনা ঘটেছে। আজ রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। করাচির বিভিন্ন প্রান্তে হতাহতের এ ঘটনা ঘটে। আজ রোববার কর্মকর্তারা হতাহতের এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ বলেন, ‘শনিবার দিবাগত রাতে শহরের প্রধান তিনটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। গুলিবিদ্ধসহ ৫৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

সুমাইয়া সৈয়দ জানান, জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট সেন্টারে ২৪ জন, রুথ ফাউ সিভিল হাসপাতালে ১৮ জন ও আব্বাসি শাহিদ হাসপাতালে ১৫ জনের চিকিৎসা চলছে। কারও কারও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে। 

বাহাদুরাবাদ স্টেশন হাউস অফিসার কোরবান আলী জানান, লাইসেন্স করা পিস্তল থেকে গুলি চালানোর অভিযোগে মোহাম্মদ আলী নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশের এসএসপি (তদন্ত) মোহাম্মদ ইমরান খান জানান, মোহাম্মদ আফনান নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

এসএসপি বলেন, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন