হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৬ পুলিশ নিহত 

পাকিস্তানের খাইবার পাখতুন-খাওয়ায় পুলিশের একটি টহল দলের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ৬ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার সকালে খাইবার পাখতুন-খাওয়ার লাক্কি মারওয়াতে এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতার রেডিও পাকিস্তান জানিয়েছে, পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীদের হামলায় একজন উপপরিদর্শক, একজন গাড়িচালকসহ ৬ জনের মৃত্যু হয়েছে। 

এক বিবৃতিতে খাইবার পাখতুন-খাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান এক বিবৃতিতে বলেছেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক এবং শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।’ তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। তিনি প্রদেশের পুলিশ প্রধানের কাছে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন। 

পরে আরেক বিবৃতিতে খাইবার পাখতুন-খাওয়ার পুলিশের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জম জাহ আনসারি এই হত্যাকাণ্ডের বিষয়ে এরই মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শনও করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। 

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন