হোম > বিশ্ব > পাকিস্তান

জাতিসংঘের সন্ত্রাস দমন কমিটির সহসভাপতি পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলতি বছরের সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্ব করবে পাকিস্তান। এ বছর নিরাপত্তা পরিষদের ওই কমিটিতে সভাপতিত্ব করবে আলজেরিয়া। পাকিস্তানের সঙ্গে রাশিয়া ও ফ্রান্স ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে। এ ছাড়া আফগানিস্তানের তালেবানের ওপর নিষেধাজ্ঞা-সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কমিটিতে সভাপতিত্ব করতে চলেছে পাকিস্তান। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে গায়ানা ও রাশিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও ইন্ডিয়া টুডে বলছে, জাতিসংঘে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্স। এ ছাড়া দুই বছরের মেয়াদে ১০টি রাষ্ট্রকে অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদে জায়গা দেওয়া হয়। পাকিস্তান বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদে তাদের অস্থায়ী সদস্যপদ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে।

নিরাপত্তা পরিষদের অধীন বিভিন্ন কমিটির দায়িত্ব স্থায়ী ও অস্থায়ী সদস্যদের মধ্যে ভাগ করা হয়। এটিই প্রচলিত রীতি, যেমন আইএসআইএল এবং আল-কায়েদার ওপর নিষেধাজ্ঞা কমিটিতে সভাপতিত্ব করবে ডেনমার্ক। ওই কমিটিতে সহসভাপতিত্ব করবে রাশিয়া ও সিয়েরা লিওন। সে হিসেবে পাকিস্তানও দায়িত্ব পেয়েছে একটি কমিটিতে সভাপতিত্ব করার এবং অন্যটিতে সহসভাপতিত্ব করার।

পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ তুলছে ভারত। ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়েও তা নিয়ে বারবার সরব হয়েছে নয়াদিল্লি। ঘটনাচক্রে এমন এক সময়ে নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমন কমিটিতে সহসভাপতিত্বের দায়িত্ব পেল পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বলছে, এর আগে ২০২১-২২ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল ভারত। ওই সময় ২০২২ সালের সন্ত্রাস দমন কমিটিতে সভাপতিত্বের দায়িত্ব ছিল ভারতের ওপর।

গত মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে নিরাপত্তা পরিষদের নতুন পাঁচটি দেশকে অস্থায়ী সদস্য হিসেবে বাছাই করা হয়েছে। ওই পাঁচটি দেশ হলো—বাহরাইন, কঙ্গো, লাইবেরিয়া, লাটভিয়া ও কলম্বিয়া। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ওই পাঁচটি দেশের সদস্যপদের মেয়াদ শুরু হবে।

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

ইমরান খানকে মেরে ফেললে কী প্রতিক্রিয়া হয়, দেখতে চেয়েছে সরকার—বোনের দাবি

বোনের সঙ্গে ২০ মিনিটের আলাপে আসিম মুনিরের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ

হঠাৎ বিদেশে শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরকে সিডিএফ নিয়োগ নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান

অবশেষে ইমরান খানের সঙ্গে দেখা হলো বোনের

নিষেধাজ্ঞা ভেঙে ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে ইমরানের দলের বিক্ষোভের ডাক

ইমরান খানের এমন কিছু ঘটেছে, যা পরিবর্তন করা যাচ্ছে না—ছেলেদের আশঙ্কা

পাকিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা দিল ফিনল্যান্ড

অনিশ্চিত ভবিষ্যৎ: পাকিস্তান রাষ্ট্রে নিজেদের উপেক্ষিত মনে করছে তরুণেরা