হোম > বিশ্ব > পাকিস্তান

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, ৩ চীনা নাগরিকসহ নিহত ৪

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন চীনা নাগরিকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুজন। সিন্ধু পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর আইজি মুশতাক আহমেদ মেহের টেলিফোনে মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহের সঙ্গে কথা বলেছেন এবং নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বিস্ফোরণ ঘটেছে ভ্যানে। আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিন চীনা নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র। নিহতরা হলেন-কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সা এবং ড্রাইভার খালিদ। আহতরা হলেন-ওয়াং ইউকিং ও হামিদ। 

টেলিভিশনের ফুটেজে একটি সাদা ভ্যানকে আগুনে পুড়তে দেখা যায়। ফুটেজে দেখা যায়, আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী বাহিনীকেও দেখা গেছে। 

ডিআইজি ইস্ট মুকাদ্দাস হায়দার মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ‘প্রাথমিক তথ্যে দেখা গেছে, ভ্যানটি হোস্টেল থেকে বের হওয়ার পর কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিল। ইনস্টিটিউটে প্রবেশপথে ভ্যানের ডানদিকে বিস্ফোরণটি হয়। এটি কী ধরনের বিস্ফোরণ সেটি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড রিপোর্ট দেওয়ার পরই বিস্ফোরণের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’ 

এদিকে কাউন্টার-টেররিজম বিভাগ এবং এসএসপি ইস্টকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। আহতদের ডাউ ইউনিভার্সিটি হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ জারি করেছেন তিনি এবং করাচি কমিশনারকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টেলিফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি এ ঘটনায় শোক জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহকে এই ধরনের ঘটনা মোকাবিলায় কেন্দ্র থেকে পূর্ণ সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

প্রযুক্তিভিত্তিক বহুমাত্রিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী: আসিম মুনির

ইমরান খান কি অন্ধ হয়ে যাচ্ছেন

বাংলাদেশের ‘পূর্ব এশীয় মডেলের’ অর্থনৈতিক রূপান্তর পাকিস্তানের জন্য উদাহরণ

বাংলাদেশ ও কাতারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পাকিস্তানের

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত অর্ধশতাধিক

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান