হোম > বিশ্ব > পাকিস্তান

ইরানের সঙ্গে কি সত্যিই সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইসরায়েল-ইরান চলমান সংঘাতের জেরে পাক-ইরান সীমান্ত বন্ধের খবর অস্বীকার করেছে পাকিস্তান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবরকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান ও ইরানের মধ্যে সব সীমান্ত সচল রয়েছে এবং মানুষ ও পণ্যের স্বাভাবিক চলাচল অব্যাহত আছে। তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রচারিত হয়েছে, তা গুজব। এগুলোর কোনো সত্যতা নেই এবং সব সীমান্ত স্বাভাবিকভাবে কাজ করছে।

এদিকে, গত বুধবার (১৮ জুন) ইরান ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাতের কারণে আঞ্চলিক পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, এটি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তির জন্যও হুমকি সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ইরান ও তাদের জনগণের প্রতি পাকিস্তানের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি অবিলম্বে চলমান সংঘাত বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন