হোম > বিশ্ব > পাকিস্তান

পূর্ব পাকিস্তানেও নৃশংসতা চালিয়েছিল সেনাবাহিনী: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, দেশের জনগণের এখন বুঝতে হবে সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে কী পরিমাণ নৃশংসতা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার (১৩ মে) ইউটিউবে প্রচারিত এক ভাষণে ইমরান এ কথা বলেন। 

ইমরান বলেন, ‘আজ আমাদের বুঝতে পারা উচিত পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) কী ঘটেছিল এবং কী পরিমাণ সহিংসতা চালানো হয়েছিল। আমরা দেশের অর্ধেক হারিয়েছি। আমরা কল্পনাও করতে পারব না দেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে। একদল মানুষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিল, অথচ তারা জানেই না দুনিয়া কীভাবে চলে এবং কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।’ 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা দেশের জনগণকে সে সময় তাদের নেওয়া সিদ্ধান্তের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার সুযোগ দেয়নি। আমি জনগণকে পূর্ব পাকিস্তানের বিষয়ে জানাতে চাই। পূর্ব পাকিস্তানে বিশেষ করে ১৯৭১ সালের মার্চে যা ঘটেছিল তা আমার দেখা।’ 

ইমরান সে সময়ের কথা মনে করে জানান, ‘আমি পূর্ব পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের ফ্লাইটই ছিল সর্বশেষ। পূর্ব পাকিস্তানের বিষয়ে তখন আমাদের জনগণের মনে ঘৃণা জমা হয়েছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানে আদতে কী ঘটছে সে বিষয়ে অন্ধকারে ছিলাম। কারণ, আজকের মতো তখনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। তবে আজ এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে। কিন্তু তারা এটিও বন্ধ করে রেখেছে।’ 

পিটিআই প্রধান আরও বলেন, ‘আমরা যেন সত্যিকার ঘটনা জানতে না পারি সে জন্য সেনাবাহিনী চেয়েছিল তাদের নিজস্ব বয়ান পেশ করতে। তারা প্রচার করতে চেয়েছে, যারা প্রতিবাদ করে তারাই দাঙ্গাকারী। ক্ষমতাসীনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার বন্ধ করে দিয়েছে। আমরা কল্পনা করতে পারছি না, দেশের অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক এমনটাই তখন ঘটেছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে।’

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া