হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় সোমবার পুলিশ ভ্যানে এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। 

কাছির সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট (এসএসপি) মাহমুদ নোতেজাই জানান, বোলানের কামব্রি ব্রিজ এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে একে আত্মঘাতী বোমা হামলা মনে হচ্ছে বলেও জানান তিনি। তবে বিস্ফোরণের সঠিক কারণ তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। 

এসএসপি মাহমুদ বলেন, হামলাকারী একটি মোটরবাইকে করে এসে বিস্ফোরণ ঘটায়। এতে ৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, হামলার পর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া বিস্ফোরণের পর এলাকাটিতে তল্লাশি করা হচ্ছে। 

এদিকে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে বেলুচ নৃগোষ্ঠীর গেরিলারা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজসম্পদ শোষণের অভিযোগ এনে এই লড়াইয়ের দাবি তাদের।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন