হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় সোমবার পুলিশ ভ্যানে এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ। 

কাছির সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট (এসএসপি) মাহমুদ নোতেজাই জানান, বোলানের কামব্রি ব্রিজ এলাকায় বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে একে আত্মঘাতী বোমা হামলা মনে হচ্ছে বলেও জানান তিনি। তবে বিস্ফোরণের সঠিক কারণ তদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। 

এসএসপি মাহমুদ বলেন, হামলাকারী একটি মোটরবাইকে করে এসে বিস্ফোরণ ঘটায়। এতে ৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি আরও জানান, হামলার পর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এ ছাড়া বিস্ফোরণের পর এলাকাটিতে তল্লাশি করা হচ্ছে। 

এদিকে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে বেলুচ নৃগোষ্ঠীর গেরিলারা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজসম্পদ শোষণের অভিযোগ এনে এই লড়াইয়ের দাবি তাদের।

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন

আফগান সীমান্তে উত্তেজনা: এবার টিটিপির হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানে দুই সাংবাদিক ও পিটিআই নেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

পাকিস্তানি স্ত্রীকে করাচিতে ফেলে ভারতে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্বামীর বিচার চেয়ে মোদির কাছে আবেদন

তুমি কে? নিজেকে কী ভাব—পাকিস্তান সামরিক বাহিনীর বিবৃতিতে ক্ষুব্ধ ইমরান-সমর্থকদের কড়া প্রতিক্রিয়া