হোম > বিশ্ব > পাকিস্তান

ব্যাট প্রতীক পাচ্ছে না ইমরান খানের দল 

পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনের আগে আরেকটি দুঃসংবাদ পেল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। গতকাল শনিবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছেন—‘ব্যাট’ প্রতীকে নির্বাচন করতে পারবে না পিটিআই। 

পেশোয়ার হাইকোর্টের রায় বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। 

পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) কাজী ফয়েজ ইসার নেতৃত্বে ও বিচারপতি মুহাম্মদ আলী মাজহার, বিচারপতি মুসাররাত হিলালির সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ দিনব্যাপী শুনানির পর এই রায় ঘোষণা করেন। 

সম্প্রতি, তেহরিক-ই-ইনসাফের ব্যাট প্রতীক বাতিল করে পাকিস্তানের নির্বাচন কমিশন। এরপর পেশোয়ার হাইকোর্টে যায় দলটি। সেখানে পক্ষে রায় পায় ইমরান খানের দল। কিন্তু পেশোয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন। 

বিতর্কের শুরু হয় ২০২৩ সালের ২২ ডিসেম্বর। সে সময় তেহরিক-ই-ইনসাফের অভ্যন্তরীণ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ব্যাট প্রতীক বাতিল করা হয়। 

এদিকে নির্বাচন পিছিয়ে দিতে পাকিস্তানের সিনেটে আরও এক প্রস্তাব পেশ করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দেশটির সিনেট বা সংসদের উচ্চ কক্ষে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। এর কয়েক দিন আগে একই ধরনের একটি প্রস্তাব পাস করে সিনেট। যদিও এই প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা নেই দেশটির নির্বাচন কমিশনের।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন