হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানের স্ত্রী বুশরাকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

পাকিস্তানের একটি আদালত আজ বুধবার দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। বুশরা বিবির আইনজীবী নাঈম পানজুথা বলেছেন, কারাগারে স্থানান্তরের ব্যাপারে বুশরা বিবির আবেদন মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন আদালত। বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।

ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে বুশরা বিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে তার গোপনীয়তা লঙ্ঘন এবং তার বাড়িতে বিষাক্ত খাবার পরিবেশনের অভিযোগ এনেছিলেন। তিনি এবং তার আইনজীবীরা অভিযোগে আরও বলেছিলেন যে, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কর্মীদের উপস্থিতি বেশি। তবে দেশটির কারা কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছেন।

বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগে গত জানুয়ারি মাসে ইমরান-বুশরা দম্পতি দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে ইসলামাবাদে ইমরান খানের হিলটপ ম্যানশনের বাড়ির একটি কক্ষে বুশরা বিবিকে গৃহবন্দী করে রাখা হয়।

ইসলামাবাদ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা আফহাল আহমাদ বলেছেন, আইনজীবীদের মাধ্যমে বুশরা বিবি তাকে কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুরের কিছুক্ষণ পরই তাকে কারাগারে নেওয়া হয়েছে।

ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এক বিবৃতিতে বলেছে যে, বুশরা বিবিকে এবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। সেখানেই বন্দী আছেন ৭০ বছর বয়সী ইমরান খান।

এর আগে, গত মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ এক প্রশ্নের জবাবে বলেছেন যে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হামলায় জড়িত একটি পক্ষের সঙ্গে কোনো চুক্তির ব্যাপারে আলোচনা করা সম্ভব নয়।

তিনি ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে গত বছরের ৯ মে পিটিআই সমর্থকদের সামরিক স্থাপনায় আগুন দেওয়ার কথা উল্লেখ করে বলেছিলেন যে, হামলায় জড়িতদের আগে ক্ষমা চাইতে হবে। এরপরই কেবল তারা আলোচনার জন্য অনুরোধ করতে পারে।

এ প্রসঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী আসাদ কায়সার স্থানীয় এআরওয়াই টিভিকে বলেছেন যে, কোনো ধরনের ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।

সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ২০২২ সালের এপ্রিলে ইমরান খানকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর জেনারেলরা ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন বলে অভিযোগ করে আসছেন ইমরান। তবে পাকিস্তান সেনাবাহিনী বরাবরই ইমরান খানের এই অভিযোগ অস্বীকার করছে।

ইরাকও চায় জেএফ–১৭ যুদ্ধবিমান, পাকিস্তানের সঙ্গে বৈঠক

ইমরান খানের দলের সঙ্গে আলোচনার ইঙ্গিত পাকিস্তান সরকারের

সৌদি আরবকে ২ বিলিয়ন ডলারের জেএফ-১৭ যুদ্ধবিমান দিতে চায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

ইমরানসহ পাঁচ নেতার পারস্পরিক আস্থাই ফেরাতে পারে পাকিস্তানের স্থিতিশীলতা

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন