হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: এএফপি

অ্যাক্সিওস সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে শিগগিরই একটি সম্ভাব্য বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস ইরানের সঙ্গে আলোচনা করছে।

বিষয়টি সম্পর্কে অবহিত চারটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য হবে ‘একটি কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করা, যার মধ্যে একটি পরমাণু চুক্তি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের অবসান অন্তর্ভুক্ত থাকবে’।

এই প্রতিবেদন কয়েক ঘণ্টা আগে সিএনএনেও প্রকাশিত হয়েছে। সম্প্রচারমাধ্যমটি এর আগেও জানিয়েছিল, ট্রাম্প তাঁর দলের সদস্যদের ‘যত দ্রুত সম্ভব ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করার’ নির্দেশ দিয়েছেন।

সিএনএন একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে ইসরায়েল ও ইরান সঠিক দিকে এগোচ্ছে।

এদিকে, ট্রাম্প কানাডায় জি৭ শীর্ষ সম্মেলন থেকে তাড়াহুড়ো করে চলে গেছেন। মার্কিন গণমাধ্যম বলছে, তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পরপরই জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি হুমকিও দিয়েছিলেন। পোস্টে তিনি তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না রিয়াদ

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস