হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজের সময় অনুমতি ছাড়া সৌদি নিবাসীদের মক্কায় প্রবেশ নিষেধ

হজযাত্রীরা গত সোমবার থেকে মক্কায় প্রবেশ করতে শুরু করেছেন। এ সময়ে অনুমতি ছাড়া সৌদি আরবের বাসিন্দারা মক্কায় প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সৌদি বাসিন্দাদের একটি ‘পারমিট’ বা অনুমতি নিতে হবে। যেসব বাসিন্দাদের পারমিট নেই তাদের মক্কার সীমান্তে নিরাপত্তা বাহিনী প্রবেশ করতে দেবে না।

তবে সৌদির বাসিন্দা ও পর্যটকদের মদিনায় যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববী পরিদর্শনে ইচ্ছুকদের ‘নুসুক অ্যাপে’ নিবন্ধন করতে হবে।

এ বছর হজ করতে ইচ্ছুক হজযাত্রীদের অবশ্যই করোনার সম্পূর্ণ ডোজ টিকা নিতে হবে এবং মৌসুমি জ্বরের টিকা নিতে হবে। হজযাত্রীদের দীর্ঘস্থায়ী রোগ বা সংক্রামক রোগে আক্রান্ত হওয়া চলবে না।

সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ চলতি বছরের শুরুতে বলেছিলেন, এ বছর ২০ লাখ হজযাত্রীকে হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।

হজ উপলক্ষে করোনার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এ কারণে ধারণা করা হচ্ছে, এ বছর হজযাত্রীদের সংখ্যা করোনা পূর্ববর্তী সময়ের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। করোনা মহামারি শুরুর আগের বছর ২০১৯ সালে ২৬ লাখ মানুষ হজ পালন করতে সৌদি আরবে জড়ো হয়েছিলেন।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের