হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের শাসক পরিবর্তনের উদ্দেশ্য নেই ইসরায়েলের, বললেন পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর। ছবি: এএফপি

ইরানে হামলা শুরুর সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইরানের যে পারমাণবিক সক্ষমতা রয়েছে, তা হুমকির। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতেই তারা শুক্রবার ভোর থেকে হামলা চালাচ্ছে। তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এটি মুখ্য উদ্দেশ্য নয়। নেতানিয়াহুর মূল লক্ষ্য, ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন। এই হামলার আড়ালে তিনি হয়তো প্রত্যাশা করছেন, এই নজিরবিহীন হামলা একধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে এবং ইসলামি প্রজাতন্ত্রের পতন হবে।

কিন্তু ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর বলেছেন, ইসরায়েল ইরানের শাসক পরিবর্তন চাচ্ছে না। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, খামেনি ইসরায়েলের সামরিক অভিযানের একটি সম্ভাব্য লক্ষ্য কিনা। জবাবে সা’আর বলেন, তাঁর সরকার ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য সামনে রাখছে না।

সা’আর বলেন, নিরাপত্তা মন্ত্রিসভা এই যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করেছে। ইরানের শাসক পরিবর্তন এই লক্ষ্যগুলোর মধ্যে নেই। এটি ইরানের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা, ইসরায়েল, ইরানের জনগণকে আমাদের শত্রু মনে করি না। ১৯৭৯ সাল পর্যন্ত, ইসলামিক বিপ্লব পর্যন্ত ইরানের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক ছিল...যখন একটি বর্বর শাসনক্ষমতায় আসে, এরাই সেই সব লোক যারা ‘আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দেয়।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল খামেনিকে হত্যার একটি পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করেছিল। কিন্তু ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’

ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

সিরিয়ার আলেপ্পো ছাড়ল এসডিএফ, ১৪ বছরের কুর্দি শাসনের অবসান