হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের সামনে ইসরায়েলিদের যুদ্ধবিরতির দাবি

নিহত ফিলিস্তিনিদের জন্য জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরা সমাবেত হয়ে শোক পালন করছে। আজ শুক্রবার তাঁরা এ শোক পালনের পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। যুক্তরাজ্যর সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো জেরুজালেমে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলিরাও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এ সময় তাঁদের হাতে ধরা কালো কাপড়ের ব্যানার বড় করে ‘যুদ্ধবিরতি’ লেখা ছিল। 

অনেক ইসরায়েলির হাতে ৭৭ দিন আগে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে মারা যাওয়া ফিলিস্তিনিদের ছবিও ছিল। 

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক গাজাবাসী নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক ইমার্জেন্সি ডিরেক্টর রিচার্ড ব্রেনান বলেছেন, তিনি এ তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করেন। 

যুদ্ধক্ষেত্রে মৃতের সংখ্যা নির্ধারণ একটি কঠিন বিষয় এবং গাজার শহরের চিকিৎসকরা বলছেন, মৃতের সংখ্যা আরও বেশি হবে। কারণ যাদের হাসপাতালে নেওয়া যায়নি বা যারা ভবনের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গেছে তাঁদের গণনা সম্ভব হয়নি। 

এরপরও গাজা উপত্যকায় সহায়তা জোরদার করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আরও এক দিন পিছিয়েছে। আজ শুক্রবার ভোটাভুটি হওয়ার কথা। 

প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার