হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের এক শীর্ষ শিয়া নেতাকে গুলি করে হত্যা

ইরানে ঊর্ধ্বতন এক শিয়া আলেম ও নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তর অঞ্চলের একটি ব্যাংকে এ ঘটনা ঘটেছে। নিহত আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানি নামের ওই শিয়া নেতা মজলিস-ই খবরেগন-ই রাহবারির সদস্য ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মাজানদারান প্রদেশের বাবলসারের এক ব্যাংকে সোলেইমানিকে ঘাতক পেছন থেকে কয়েক দফা গুলি করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। প্রদেশটির গর্ভনর জানিয়েছেন, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্যাংকের অস্ত্রধারী নিরাপত্তাকর্মী ছিলেন। কিন্তু কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। 

মজলিস-ই খবরেগন-ই রাহবারি ইরানের সুপ্রিম নেতাকে নিয়োগ দিয়ে থাকে। এই কমিটি সুপ্রিম নেতার কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে এবং তাঁকে ধর্মীয় বিধান অনুযায়ী অযোগ্য ঘোষণা করে থাকে। এর সদস্যসংখ্যা ৮৮। তাঁদেরই একজন ছিলেন আয়াতুল্লাহ সোলেইমানি। 

এর আগে তিনি ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চল সিস্তান-বেলুচিস্তানে নিযুক্ত আয়াতুল্লাহ খোমেনির ব্যক্তিগত প্রতিনিধি ছিলেন। ১৭ বছর দায়িত্ব পালনের পর ২০১৯ সালে তিনি অবসর নেন। 

বিবিসির ফারসি বিভাগের পারহাম ঘোবাদি বলেন, ‘সোলেইমানি কট্টরপন্থী ছিলেন। সবখানে তিনি লিঙ্গ বিভাজনমূলক বক্তব্য দিতেন। এমনকি কর্মক্ষেত্রে গিয়েও।’ 

সত্তর বছর বয়সী সোলাইমেনি আজ বুধবার স্থানীয় সময় সাড়ে ১০টার দিকে বাবোলসারের ব্যাংক বেলিতে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। এ সময়ই তাঁর ওপর হামলা হয়। 

ইরানের তাসনিম নিউজের প্রকাশিত এক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইরানের ঐতিহ্যবাহী কালো জুব্বা পরিধান অবস্থায় সোলেইমানি ব্যাংকে প্রবেশ করেন। এরপর তিনি একটি চেয়ারে বসেন। এ সময় নীল ও সাদা রঙের ইউনিফর্ম পরা মধ্যবয়স্ক একজন পেছন থেকে তাঁর দিকে এগিয়ে আসতে থাকেন। একপর্যায়ে তিনি পেছন থেকেই সোলেইমানির ওপর কয়েক রাউন্ড গুলি করেন। পরে ঘাতককে অপর দুই ব্যক্তি ধরাশায়ী করেন এবং নিরস্ত্র করেন। 

প্রদেশটির গভর্নর মাহমুদ হোসেইনিপুর নূরী জানিয়েছেন, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্যাংকের অস্ত্রধারী নিরাপত্তাকর্মী ছিলেন। কিন্তু কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। 

গত বছরের এপ্রিলেও মাশাদ শহরে এক শিয়া মাজারে দুই শিয়া আলেমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। এ ঘটনার দায়ে এক উজবেক যুবককে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্য, দেয়াল ধসে নিহত আরও ৫

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা