হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-ইসরায়েল উত্তেজনা: ৫ বছর পর খুতবা দেবেন খামেনি, থাকবে গুরুত্বপূর্ণ নির্দেশনা 

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় ইরানের মিত্র প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তেহরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে নিয়েছিল গোপন স্থানে। তবে সেই অবস্থান থেকে বেরিয়ে এসে আজ শুক্রবার জাতির উদ্দেশে খুতবা দেবেন তিনি, করবেন জুমার নামাজের ইমামতিও। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই খুতবা তথা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পরের করণীয় সম্পর্কে আলোকপাত করতে পারেন। বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম শুক্রবারের জুমার নামাজের আগে খুতবা দিতে যাচ্ছেন খামেনি। তাঁর এই খুতবা এমন এক সময়ে দেওয়া হচ্ছে, যার মাত্র তিন দিন পর গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। 
 
খামেনির ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ এই নেতা ও সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জুমার নামাজের আগে খুতবা দেবেন এবং জামায়াতে ইমামতি করবেন। নামাজের আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হবে। 

এর আগে, ইমাম আলী খামেনি সর্বশেষ জুমার নামাজের আগে খুতবা দিয়েছিলেন ও ইমামতি করেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। সে সময় ইরাকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর তৎকালীন প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানি নিহত হন। জবাবে ইরানও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

ইসরায়েলে হামলা চালানোর লক্ষ্য হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ইরান মূলত ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ, হামাসপ্রধান ইসমাইল হানিয়া এবং ইসরায়েলি হামলায় ইরানি কমান্ডারদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে।

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক