হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করলেন আহমাদিনেজাদ

হেলিকপ্টার দুর্ঘটনায় গত মাসেই নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর ফলে চলতি মাসেই আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছে দেশটি। এই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার এই খবর জানিয়েছে দ্য ন্যাশনাল। 

ইরানের রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে দেখা গেছে, রাজধানী তেহরানে অবস্থিত ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন ফরম পূরণ করছেন আহমাদিনেজাদ। পরে ওই টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘অর্থনৈতিক সমস্যার সমাধান করাই হলো আমার প্রধান লক্ষ্য।’ 

ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রক্ষণশীল রাজনীতিবিদ মাহমুদ আহমাদিনেজাদ। কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে তাঁকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি ইরানের প্রভাবশালী অভিভাবক কাউন্সিল। রোববার প্রার্থিতার নিবন্ধন করে আহমাদিনেজাদ বলেছেন, ‘ইরানের সাধারণ মানুষকে সম্মান জানাতে আমি আবারও এসেছি।’ 

সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, ‘আজকের দিনে সব ক্ষেত্রেই আমরা ২০১৩ সালের তুলনায় আরও বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।’ এ সময় অর্থনৈতিক পরিস্থিতি দেশের মানুষের সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

বিগত বছরগুলোতে অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার জের ধরে ইরানে খাদ্যপণ্যের দাম ক্রমান্বয়ে বেড়েই চলেছে। দেশটির মুদ্রার মান পড়ে যাওয়াও এ ধরনের পরিস্থিতির আরেকটি কারণ। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকেই দেশটির মুদ্রা রিয়ালের মূল্য কমতে শুরু করেছিল। ২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে সরে গেলে দেশটির মুদ্রার ওপর সবচেয়ে বড় প্রভাব পড়ে। সে সময় তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ইরানের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। 

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদ আহমাদিনেজাদ প্রার্থিতার নিবন্ধন করলেই যে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন—এই বিষয়টি নিশ্চিত নয়। অতীতের মতো এবারও এই নিবন্ধন পর্যালোচনা করবে দেশটির শক্তিশালী অভিভাবক কাউন্সিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন এই কাউন্সিলই ইতিপূর্বে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করে দিয়েছিল। 

আহমাদিনেজাদ ছাড়াও এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানি। এ ছাড়া আহমাদিনেজাদের আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাসৌদ জারিবাফানসহ আরও আটজন প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে তেহরানের মেয়র আলীরেজা জাকানি এবং ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার ভাহিদ হাগানিয়ানও রয়েছেন।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা