হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, জবাবে ৬০ রকেট ছুড়ল হিজবুল্লাহ 

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল সোমবার লেবাননের রাজধানী বৈরুত থেকে মাত্র ৬৭ কিলোমিটার দূরের এই অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই। তবে এই প্রথম ইসরায়েলি বাহিনী বৈরুতের এত কাছের কোনো এলাকায় হামলা চালিয়েছে। 

প্রাথমিকভাবে ইসরায়েল-হিজবুল্লাহর লড়াই সীমান্ত এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এই প্রথম দেশটির অভ্যন্তরে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। এই হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্রবাহিনী ও হিজবুল্লাহর দুটি সূত্র। 

এদিকে, এই হামলার বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘বালবেক শহরের কাছাকাছি ইহুদিবাদীদের আগ্রাসনের জবাবে অধিকৃত গোলান মালভূমিতে একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে ৬০টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে।’ ইসরায়েলি বাহিনীও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে বালবেকে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘাঁটি বলে বিবেচিত একটি গুদামে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল বলেও জানিয়েছিল তারা।

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার