হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে শিয়া তরুণের মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা : সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মোস্তাফা হাশেম আল-দারউইশ নামের শিয়া মতাবলম্বী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির দাম্মাম শহরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, অপ্রাপ্ত বয়সে ওই তরুণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন সৌদি আদালত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মোস্তাফা হাশেমের বিরুদ্ধে প্রতিবাদসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়। তখন তাঁর বয়স ছিল ১৭ বছরের নিচে। অপ্রাপ্ত বয়সে অপরাধের জন্য মোস্তাফা হাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করেছেন সৌদি আরবের মানবাধিকারকর্মীরা। তাঁদের দাবি, এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশটিতে অপ্রাপ্ত বয়সে সংঘটিত অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান এখনো রয়েছে।

গত বছর সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রাপ্ত বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ডের রায় দেবেন না দেশটির আদালতগুলো । সৌদি আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কেউ অপরাধ করলে তার বিচার হবে কিশোর আইনে, যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই।

শিয়া মতাবলম্বী মোস্তাফা হাশেমের চার্জশিট দেখে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো হলো সশস্ত্র বিদ্রোহে অংশ নেওয়া, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং অন্যদের মধ্যে বিদ্রোহী মনোভাব ছড়িয়ে দেওয়া। সব অভিযোগই হলো ২০১৫ সালের, যখন তাঁর বয়স ছিল ১৭ বছর।

এ নিয়ে এক বিবৃতিতে মৃত্যুদণ্ডবিরোধী এবং মানবাধিকার সংস্থা রিপ্রাইভের পক্ষ থেকে বলা হয়, অপ্রাপ্ত বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যে সৌদি আরব বন্ধ করেনি, তা মোস্তাফা হাশেম আল-দারউইশের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আবার প্রমাণিত হলো।

এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

২০১৯ সালে সৌদি আরবে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যাঁদের মধ্যে ৩৪ জনই শিয়া মতাবলম্বী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল। একই অভিযোগে ২০১৬ সালে ৪৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত সৌদিতে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা দ্য ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস।

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের