হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভয়ংকর পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে বললেন খামেনি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: খামেনির কার্যালয়

ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। হামলার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক বিবৃতিতে তেলআবিবকে তেহরানের ভয়ংকর পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে খামেনি বলেছেন, ‘আমাদের দেশের দিকে নোংরা ও রক্তাক্ত হাত বাড়িয়েছে জায়নবাদীরা। আবাসিক এলাকায় হামলা চালিয়ে এবার তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিজেদের শয়তানি প্রকৃতির প্রকাশ ঘটাল। তাদের এর শাস্তি পেতেই হবে। আর সেই শাস্তি হবে কঠোর। ইসলামি প্রজাতন্ত্রের বলিষ্ঠ বাহু কখনোই জায়নবাদীদের ছেড়ে দেবে না। শত্রুদের হামলায় আমাদের কয়েকজন কমান্ডার ও বিজ্ঞানী শহীদ হয়েছেন। ইনশা আল্লাহ তাঁদের উত্তরসূরিরা দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন।’

এ সময় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে খামেনি বলেন, ‘ইরানে হামলা চালিয়ে জায়নবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও বেদনাদায়ক পরিণতি নির্ধারণ করে নিয়েছে। নিঃসন্দেহে সেই পরিণতি তাদের ভোগ করতে হবে।’

খামেনির এই বিবৃতি প্রকাশের আগেই সব স্কুল-কলেজ-অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় এক বিবৃতিতে এ ঘোষণা দেন ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র। ইরানে হামলা চালানোর পরপরই সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রয়োজন অনুযায়ী দেশের প্রতিরক্ষানীতিতে তাৎক্ষণিক পরিবর্তন আনা হবে। আর এই পরিবর্তনের অংশ হিসেবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের সব অঞ্চলকে পূর্ণমাত্রার সক্রিয় অবস্থা থেকে প্রয়োজনীয় মাত্রার সক্রিয় অবস্থায় নিয়ে যাওয়া হবে।’

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান