হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সোনালি আভা ছড়িয়ে মরুভূমির বুক চিরে যাবে পাঁচ তারকা ট্রেন

ট্রেনের অভ্যর্থনা কক্ষ। ছবি: সিএনএন

মধ্যপ্রাচ্যের বৃহত্তম দেশ সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চলে যাত্রীদের বিলাসবহুল ভ্রমণের অভিজ্ঞতা দিতে প্রস্তুত ড্রিম অব দ্য ডেজার্ট নামে একটি সুপার-লাক্সারি ট্রেন। ২০২৬ সালে চালু হতে যাওয়া এই ট্রেনটি হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারকাবিশিষ্ট বিলাসবহুল ট্রেন। সম্প্রতি এই ট্রেনের অন্দরসজ্জার নকশা প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ইতালির বিলাসবহুল ব্র্যান্ড আর্সেনালে এসপিএ এবং সৌদি রেলওয়ে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। ফরাসি-বৈরুতভিত্তিক স্থপতি আলাইন আসমার দ’আম্মান ট্রেনটির নকশা করেছেন। সৌদি সংস্কৃতি ও ঐতিহ্য এই নকশায় প্রাধান্য পেয়েছে।

ট্রেনের নকশায় সৌদি আরবের আলউলা, মাদাইন সালেহ ও হাইলের মতো ঐতিহ্যবাহী স্থানের মোটিফ ব্যবহার করা হয়েছে। পুরো ট্রেনের রঙে মরুভূমির স্বর্ণালি ও বালুকাময় আবহের সঙ্গে থাকবে গাঢ় রং ও ক্রোম ফিনিশ, যা বাইরের মরুভূমির দৃশ্যকে প্রতিফলিত করবে।

অতিথিদের অভ্যর্থনা জানাতে ট্রেনের রিসেপশন লাউঞ্জ সাজানো হয়েছে সৌদি ঘরবাড়ির বৈঠকখানার আদলে। এতে জ্যামিতিক নকশা ও হাতে খোদাই করা কাঠের কারুকাজ দেখা গেছে।

শয়নকক্ষগুলোতে থাকবে আর্ট ডেকো স্টাইলের ছোঁয়া। জানালায় পান্না রঙের পর্দা, কাঠের প্যানেলযুক্ত দেয়াল এবং নকশা করা সোফাও ব্যবহার করা হয়েছে।

ট্রেনের শয়নকক্ষ। ছবি: সিএনএন

১৪টি বগি বিশিষ্ট এই ট্রেনে থাকবে ৩৪টি স্যুট। রেস্তোরাঁর মেনু সাজাবেন স্থানীয় ও আন্তর্জাতিক শেফরা। এ ছাড়া করিডোরগুলোতে থাকবে সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলন করে এমন সব ছবি ও শিল্পকর্ম। ট্রেনের বাইরের অংশে ব্যবহার করা হবে পালিশ করা ক্রোম, যার মধ্যে থাকবে বেগুনি রঙের আভা।

ট্রেনটি রিয়াদ থেকে কুরাইয়াত পর্যন্ত সৌদি রেলওয়ের নর্দার্ন রেলওয়ে নেটওয়ার্কে চলবে। এক বা দুই রাতের এই ভ্রমণে ট্রেনটি ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে। দীর্ঘ এই দূরত্ব পাড়ি দেওয়ার সময় হাইল শহরে যাত্রাবিরতি থাকবে। আর সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় এই ভ্রমণের পরতে পরতে থাকবে বিশেষ সাংস্কৃতিক আয়োজন।

ট্রেনের রেস্তোরাঁ। ছবি: সিএনএন

আর্সেনালে গ্রুপের সিইও পাওলো বারলেত্তা এক বিবৃতিতে এই ট্রেনকে ‘এক অনন্য ভ্রমণের অভিজ্ঞতা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি হবে একটি সম্পূর্ণ নিমগ্ন অভিজ্ঞতা, যেখানে অতিথিরা মরুভূমির সৌন্দর্য ও সৌদি ঐতিহ্যের সঙ্গে বিলাসবহুল সেবার সমন্বিত স্বাদ পাবেন।

ড্রিম অব দ্য ডেজার্ট ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। তবে এর আগেই চলতি বছরের এপ্রিলে অনুরূপ একটি বিলাসবহুল ট্রেন ইতালিতে যাত্রা শুরু করবে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার