হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২৪ ঘণ্টায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও প্রায় ১০০ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। গতকাল শনিবার তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ১০০ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৩৫০ জনে পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত চলমান ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৮৪ জনে। আহত হয়েছেন অন্তত আরও ৮২ হাজার ৫৭ জন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এ ছাড়া, গত আট মাসের ইসরায়েলি আগ্রাসনে বাড়িঘর ছেড়েছে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা।

জাতিসংঘের দেওয়া তথ্যমতে, গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি এখন বাস্তুচ্যুত। সবাই খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে সময় পার করছেন। এ ছাড়া, অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী