হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২৪ ঘণ্টায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও প্রায় ১০০ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। গতকাল শনিবার তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন প্রায় ১০০ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৩৫০ জনে পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাঁদের কাছে পৌঁছাতে পারছেন না।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত চলমান ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২৮৪ জনে। আহত হয়েছেন অন্তত আরও ৮২ হাজার ৫৭ জন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এ ছাড়া, গত আট মাসের ইসরায়েলি আগ্রাসনে বাড়িঘর ছেড়েছে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা।

জাতিসংঘের দেওয়া তথ্যমতে, গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি এখন বাস্তুচ্যুত। সবাই খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে সময় পার করছেন। এ ছাড়া, অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের