হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মিসরের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি

টানা পাঁচ দিনের সহিংসতায় অন্তত ৩৫ জনের প্রাণহানির পর মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামিক জিহাদ (পিআইজে)। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাত ১০টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছু আগেও গাজা থেকে রকেট ছোড়া হয়। পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েলও। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকবে কি না, তা স্পষ্ট নয়। 

গত মঙ্গলবার (৯ মে) থেকে ফিলিস্তিনে কয়েকটি সংগঠনের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। গাজা থেকে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালায় ফিলিস্তিনিরাও। এতে এ পর্যন্ত ১৩ বেসামরিকসহ ৩৫ জন নিহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুজন ছাড়া বাকিরা সবাই ফিলিস্তিনি।

গাজায় নিহতদের মধ্যে বেসামরিক মানুষের পাশাপাশি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কয়েকজন নেতাও রয়েছেন। ফিলিস্তিনে হামাসের পর পিআইজে দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, যুদ্ধবিরতিতে ইসরায়েল-ফিলিস্তিন সম্মত হওয়ায় বেশ কয়েক দিন জনশূন্য থাকা গাজার রাস্তাগুলোতে ফিলিস্তিনিদের সরব উপস্থিতি দেখা গেছে। সড়কে নেমে আসা ফিলিস্তিনিদের অনেকেই উল্লাসধ্বনি করে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। আবার অনেকে ছুটে গেছেন সংঘাতে নিহতদের বাড়িতে, শেষ শ্রদ্ধা ও সমবেদনা জানাতে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির জন্য মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে ধন্যবাদ জানানো হয়েছে। চুক্তির খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ইসলামিক জিহাদও।

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না রিয়াদ

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের