হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা যুদ্ধবিরতি আলোচনা যেকোনো সময় ভেস্তে যেতে পারে: হামাস

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শেষ করার লক্ষ্যে যুদ্ধবিরতির যে আলোচনা চলছে, তা যেকোনো সময়ে ভেস্তে যেতে পারে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনকে এ কথা বলেছেন। গত রোববার ওই নেতা এই সতর্কবার্তা দিয়েছেন। 

হামাসের ওই শীর্ষ নেতা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি দখলদারদের সঙ্গে চলমান আলোচনা যেকোনো সময় ভেস্তে যেতে পারে। আল-মায়েদিনকে ওই নেতা বলেছেন, ‘হামাস দৃঢ়ভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে, যতক্ষণ (গাজায় ইসরায়েলি) হত্যাকাণ্ড ও প্রতিদিনের নৃশংসতা অব্যাহত থাকবে, ততক্ষণ আলোচনার কোনো ফল আসবে না।’ 
 
সূত্রটি আরও বলেছেন, ‘আলোচনা ব্যাহত করার লক্ষ্যে ইসরায়েলি পক্ষের স্থবির কৌশলে ব্যাপকভাবে হতাশ হামাস।’ তাঁর এই বক্তব্য এমন সময়ে এল, যার মাত্র কয়েক ঘণ্টা আগে পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসিতে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে যে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হামাস নিজেদের আলোচনা থেকে সরিয়ে নিতে পারে। 

বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য গণমাধ্যমগুলো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে তবে এ সংক্রান্ত এ বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রাশাক বলেছেন, হামাস পশ্চিম খান ইউনিসে আল-মাওয়াসি গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এ ধরনের প্রতিবেদন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। 

আল-রাশাক জোর দিয়ে বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী (বেনিয়ামিন) নেতানিয়াহু ও তাঁর নাৎসি সরকার আমাদের জনগণের বিরুদ্ধে যে নাৎসি কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার লক্ষ্য আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার জন্য যেকোনো চুক্তির প্রচেষ্টাকে ব্যর্থ করা এবং এই বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে।’

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল