হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজ ভিসা লঙ্ঘন করলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান করল সৌদি আরব

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা (৩২ লাখ টাকার বেশি) এবং সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

সোমবার আল-আরাবিয়া জানিয়েছে, আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে মন্ত্রণালয় সবাইকে বৈধ অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য সতর্ক করেছে। কোনো ব্যক্তি যদি অফিশিয়াল হজ পারমিট ছাড়াই কিংবা ভিজিট ভিসা নিয়ে হজ করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে ২০ হাজার রিয়াল (প্রায় সাড়ে ৬ লাখ) জরিমানা করা হবে।

এ ছাড়া কেউ যদি অন্য কাউকে ভিজিট ভিসার মাধ্যমে হজে পাঠাতে চেষ্টা করেন, অথবা ভিজিট ভিসাধারীদের মক্কায় বা পবিত্র স্থানগুলোতে পৌঁছাতে সহায়তা করেন—তাহলে তাঁর বিরুদ্ধেও সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করা হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে—প্রত্যেকটি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির মাত্রা বাড়তে থাকবে। যারা অবৈধভাবে হজ পালনের চেষ্টা করবেন—চাকরিজীবী, বাসিন্দা কিংবা ওভারস্টেয়ার হোন না কেন—তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।

উল্লেখ্য, হজ হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ।

এই বছর হজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ, ৬ জুন সন্ধ্যা থেকে ১১ জুন পর্যন্ত।

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প