হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হজ ভিসা লঙ্ঘন করলে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান করল সৌদি আরব

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা (৩২ লাখ টাকার বেশি) এবং সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

সোমবার আল-আরাবিয়া জানিয়েছে, আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে মন্ত্রণালয় সবাইকে বৈধ অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য সতর্ক করেছে। কোনো ব্যক্তি যদি অফিশিয়াল হজ পারমিট ছাড়াই কিংবা ভিজিট ভিসা নিয়ে হজ করতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাঁর বিরুদ্ধে ২০ হাজার রিয়াল (প্রায় সাড়ে ৬ লাখ) জরিমানা করা হবে।

এ ছাড়া কেউ যদি অন্য কাউকে ভিজিট ভিসার মাধ্যমে হজে পাঠাতে চেষ্টা করেন, অথবা ভিজিট ভিসাধারীদের মক্কায় বা পবিত্র স্থানগুলোতে পৌঁছাতে সহায়তা করেন—তাহলে তাঁর বিরুদ্ধেও সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করা হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে—প্রত্যেকটি লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির মাত্রা বাড়তে থাকবে। যারা অবৈধভাবে হজ পালনের চেষ্টা করবেন—চাকরিজীবী, বাসিন্দা কিংবা ওভারস্টেয়ার হোন না কেন—তাদের সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।

উল্লেখ্য, হজ হলো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ।

এই বছর হজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ, ৬ জুন সন্ধ্যা থেকে ১১ জুন পর্যন্ত।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’