হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে বন্যায় মৃত ৭৭, বজ্রপাতে ১৩ 

ইয়েমেন আকস্মিক বন্যায় ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং একদিনে বজ্রপাতে মারা গেছেন অন্তত ১৩ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে অন্তত ৬ জন নারীর মৃত্যু হয়। এই সময় আহত হন আরও ১৩ জন। 

এদিকে, জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সাম্প্রতিক বন্যায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান ওসিএইচএ–এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চরম প্রাকৃতিক দুর্যোগ দেশটির ২২ প্রদেশের মধ্যে অন্তত ১৬টি প্রদেশে আঘাত হেনেছে। 

গত ৮ বছর ধরে দেশটিতে চলা গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের প্রয়োজনীয় অবকাঠামোর ব্যাপক অভাব রয়েছে। এর ফলে, ইয়েমেনিদের মৌলিক সেবাগুলো চরমভাবে হ্রাস পেয়েছে এবং চরম আবহাওয়ার সময় তাদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে। 

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার