হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রেসিডেন্টকে খুঁজে বের করতে ইরানের সব বাহিনীকে নির্দেশ

প্রেসিডেন্ট রাইসিকে খুঁজে বের করার জন্য ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি দেশটির সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সহ আইন প্রয়োগকারী অন্যান্য সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন। রোববার রাতে আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টকে বহন করা দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি খুঁজে বের করার জন্য সেনাবাহিনীর সব সরঞ্জাম এবং সক্ষমতাকে কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

ইরানি বার্তা সংস্থা ইরনার দেওয়া তথ্য অনুযায়ী, রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা শহরের মধ্যে ডিজমার জঙ্গলে প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সীমান্তবর্তী একটি বাঁধ উদ্বোধন করে রাজধানীতে ফিরছিলেন তিনি। 

স্থানীয় বাসিন্দারা ইরনাকে জানিয়েছেন, তারা একটি বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন। এই অবস্থায় ড্রোন এবং প্রশিক্ষিত কুকুরসহ ৪০ টিরও বেশি উদ্ধারকারী দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। অনুসন্ধান অভিযানে সহায়তার জন্য কমান্ডো ইউনিট এবং বিশেষ বাহিনীও মোতায়েন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। 

দুর্ঘটনা কবলিত এলাকা থেকে ইরনা প্রতিবেদক জানান, ওই অঞ্চলটির রুক্ষ ভূখণ্ড এবং কঠিন আবহাওয়ার কারণে—বিশেষ করে, ঘন কুয়াশার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কিছুটা সময় লাগতে পারে। 

ইরানের ইমার্জেন্সি সার্ভিসেসের মুখপাত্র ইরনাকে জানিয়েছেন, ওই এলাকায় ৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার উদ্ধারের প্রচেষ্টা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মোতায়েন রয়েছে টেকনিশিয়ান ও চিকিৎসকদের সমন্বয়ে একটি জরুরি মেডিকেল টিমও। 

মুখপাত্র আরও জানান, প্রাথমিক অবস্থায় ঘটনাস্থলের দিকে একটি জরুরি হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এটি ওই এলাকায় অবতরণ করতে ব্যর্থ হয় এবং ফিরে আসে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে