হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৬০

আজকের পত্রিকা ডেস্ক­

কুত শহরের অগ্নিকাণ্ডের শিকার সেই হাইপারমার্কেট। ছবি: আল-জাজিরা

ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন নিখোঁজ হয়েছেন। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দিবাগত রাকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা আজ বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, ‘আমরা ৫৯ জন শনাক্তকৃত ভিকটিমের তালিকা তৈরি করেছি। একটি দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’

শহর প্রশাসনের কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে বলেন, ‘আমাদের আরও বেশ কিছু দেহ উদ্ধার করা যায়নি, যা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতের বেলা কুত শহরে একটি পাঁচতলা ভবন আগুনে জ্বলে উঠে এবং দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি জানান, এই অগ্নিকাণ্ড একটি হাইপারমার্কেট এবং একটি রেস্তোরাঁয় শুরু হয়। তিনি বলেন, ‘অনেক পরিবার সেখানে রাতের খাবার খাচ্ছিল এবং কেনাকাটা করছিল।’ গভর্নর আরও বলেন, ‘দমকলকর্মীরা বেশ কিছু মানুষকে উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন।’

এই ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। গভর্নর বলেন, ‘একটি ট্র্যাজেডি এবং বিপর্যয় আমাদের ওপর নেমে এসেছে।’ ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে, ‘আমরা ভবন এবং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি ভূমি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না রিয়াদ

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের