ইসরায়েলের বন্দরনগরী জাফায় বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, আজ মঙ্গলবার জাফায় এই হামলায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুইজন ব্যক্তি শহরের গণপরিবহন লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পথচারী এবং নিরাপত্তা রক্ষীদের গুলিতে তারা নিহত হয়েছে। ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।
আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।