ইরানের সামরিক বাহিনী শনিবার (১৪ জুন) রাতে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ইসরায়েলি আর্মি রেডিও’র প্রতিবেদনে বলা হয়েছে, তেহেরানের হামলার বিষয়ে সতর্ক করেছে ইসরায়েল সেনাবাহিনী। খবর আল জাজিরা।
শুক্রবার রাতে যেভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ঠিক একইভাবে আবারও হামলা চালাতে পারে তেহেরান।
গতকাল তেল আবিবে ইরান প্রায় দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে চারজন নিহত এবং সাতজন সৈন্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে শুক্রবার ভোর রাতে ইরানের রাজধানী তেহেরানে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এছাড়া আবাসিক স্থানেও হামলা চালায় তেল আবিব। হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ ৮০ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।