হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলিদের সরে যাওয়ার নির্দেশ দিল হিজবুল্লাহ

ইসরায়েলিদের সরে যেতে হিজবুল্লাহর সতর্কবার্তা। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় হিজবুল্লাহ এ নির্দেশ দেয় গোষ্ঠীটি।

লেবাননের সংবাদমাধ্যম আল-মাদায়েন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভিডিও বার্তায় হিজবুল্লাহ বলেছে, উত্তর ইসরায়েল সীমান্তের ৩ থেকে ২২ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৫টি এলাকার ইসরায়েলি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

এই এলাকায় অন্তত ২ লাখ ইসরায়েলি বাসিন্দা বসবাস করে। হিজবুল্লাহর এ ভিডিও বার্তা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বাড়াবে বলে মনে করা হচ্ছে।

এতদিন একই কায়দায় সতর্ক বার্তা পাঠিয়ে গাজা ও লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলত ইসরায়েল। এরপর ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। এবার একই কায়দায় সতর্কবার্তা পাঠাল হিজবুল্লাহ।

সতর্কবার্তায় বলা হয়, ‘আপনাদের (ইসরায়েলি) অবিলম্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনাদের দখলকৃত বসতিগুলো লেবাননে আক্রমণকারী শত্রু বাহিনীর ঘাঁটিতে পরিণত হয়েছে। তাঁরা ইসলামি প্রতিরোধী বাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বৈধ লক্ষ্যবস্তু।’

সরিয়ে নেওয়ার আদেশে বসতিগুলো হলো— কিরিয়াত শমোনা, ইসুদ হামাআলা, আয়েলেত হাশাহার, হাতজোর হাগ্লিলিত, কারমেইল, মালোত তারশিহা, মেনাচেম, নাহারিয়া, রোশ পিনা, শামির, শাল, মেরন, কাপ্রি, আবিরিম, ডাল্টন, নেভে জিভ, মানোত, বেইত হায়েমেক, কেফার ভ্রাদিম, হারাশিম, বিরিয়া, কিদমাত তসভি, বার ইয়োহাই, কাটজরিন ও কেফার হানানিয়া।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত লেবাননে প্রাণ হারিয়েছেন ২ হাজারের বেশি মানুষ। আইডিএফের দাবি, নিহতদের মধ্যে প্রায় ১ হাজার জন হিজবুল্লাহ কমান্ডার ও যোদ্ধা রয়েছে।

সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এরপর থেকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে নেতানিয়াহু সরকার।

ভাঙনের পথে ইয়েমেন, দক্ষিণাঞ্চলে গণভোটের ঘোষণা বিদ্রোহীদের

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল