হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের ব্যাপক হামলায় জ্বলছে লেবাননের বহু গ্রাম

ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলায় এক নারী নিহত এবং আরও অনেকে আহত হওয়ার পর লেবাননে ‘ব্যাপক হামলা’ শুরু করেছে ইসরায়েল। বিমান হামলায় লেবাননের বহু গ্রামে আগুন জ্বলছে বলে জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যমগুলো। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলে হামলায় হিজবুল্লাহ জড়িত বলে ধারণা করা হলেও স্বীকার করেনি গোষ্ঠীটি।

গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকেই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল—দুপক্ষের মধ্যে নিয়মিত গোলাগুলি চলছে। 

আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা দলের মুখপাত্র দানিয়েল হাগারি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘যুদ্ধবিমান লেবাননের ভূখণ্ডে ব্যাপক হামলা শুরু করেছে।’

হাগারি বলেন, আইডিএফ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সর্বশেষ বিমান হামলা সম্পর্কে আরও বিস্তারিত জানাবে।

আইডিএফ বলছে, লেবাননের পক্ষ থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সাফেদ এলাকায় হামলা চালানো হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড সেন্টার লক্ষ্য করেও হামলা চালানো হয়।

একটি ভিডিওতে ইসরায়েলের হাসপাতালের গেটের কাছেই একটি রকেট আঘাত করতে দেখা যায়। 

এক বিবৃতিতে আইডিএফ বলে, কিছুক্ষণ আগে আইডিএফের জঙ্গি বিমানগুলো জাবাল এল ব্রাইজ, হাউনেহ, দুনিন, আদচিত ও সৌয়ানেহ এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সশস্ত্র লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক কম্পাউন্ড, অপারেশনাল কন্ট্রোল রুম এবং হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত অবকাঠামো। এর মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তু ছিল রেদোয়ান বাহিনীর।

এর আগে দুটি নিরাপত্তা সূত্র বিবিসিকে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ইসরায়েলি হামলায় এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। 

শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহ বিশ্বের অন্যতম অ–রাষ্ট্রীয় সশস্ত্র সামরিক বাহিনীর একটি। ১৯৮০–এর দশকের গোড়ার দিকে এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া রাষ্ট্র ইরান এই গোষ্ঠীকে সামরিক সহায়তা দেয় বলে অভিযোগ রয়েছে।

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক