হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় ইরানের খোরামাবাদে নিহত ৫

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের খোরামাবাদ শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ইরানের নূর নিউজ এজেন্সি আরও জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সৈন্য নিহত হয়েছেন।

গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। এই হামলায় ইরানের বিভিন্ন অঞ্চলের পারমাণবিক ও সামরিক স্থাপনা, বেসামরিক ও সরকারি প্রতিষ্ঠান, এমনকি রাষ্ট্রীয় টেলিভিশন ভবনও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ছাড়া, ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বিশিষ্ট সামরিক নেতা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

খোরামাবাদে এই হামলা চলমান ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েল দাবি করছে, তারা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা কমানোর লক্ষ্য নিয়ে হামলা চালাচ্ছে। অন্যদিকে, ইরান এই হামলাগুলোকে আগ্রাসন হিসেবে দেখছে এবং পাল্টা হামলার হুমকি দিচ্ছে। এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদিও ইরান আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিয়মিত প্রকাশ করছে না, তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে মোট নিহতের সংখ্যা কয়েক শ ছাড়িয়ে গেছে। কিছু সূত্রের মতে, এই সংখ্যা ৫৮৫ থেকে ৬৩৯ পর্যন্ত হতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিকও রয়েছে। ইসরায়েলি হামলায় অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, ইসরায়েল এখন পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তারা আক্রান্ত স্থানগুলোতে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না। ফলে সেখানকার প্রকৃত চিত্র স্পষ্ট নয়।

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প