হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের প্রেসিডেন্টকে পরমাণু আলোচনায় বসার আহ্বান মাখোঁর

আজকের পত্রিকা ডেস্ক­

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন এবং তাঁকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার টেবিলে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিবৃতিতে মাখোঁ বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাই উত্তেজনা প্রশমনের একমাত্র গ্রহণযোগ্য পথ।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয়, এবং এই সমস্যার সমাধান শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।

মাখোঁ আরও বলেন, চলমান উত্তেজনার কারণে আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি অত্যন্ত গভীর। তিনি ইরানে অবস্থানরত ফরাসি নাগরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মাখোঁ বলেন, ‘আমি ইরানি নেতাকে বলেছি, যেন কোনোভাবেই ফরাসি নাগরিক বা আমাদের কূটনৈতিক ভবনগুলিকে লক্ষ্য করা না হয়।’

ফরাসি প্রেসিডেন্ট পেজেকশিয়ানের সঙ্গে কথোপকথনকালে ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিসের মুক্তিও দাবি করেন।

তিনি বলেন, ‘তাদের তিন বছরেরও বেশি সময় ধরে অগ্রহণযোগ্য পরিস্থিতিতে জিম্মি করে রাখা হয়েছে।’

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই ফোনালাপটি হয়েছে। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে, যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মাখোঁর আলোচনার আহ্বান কূটনৈতিক সমাধানের সম্ভাবনা উন্মোচনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত