হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েল দাবি করেছে, ইরান ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে। ছবি: এএফপি

ইরানের পারমাণবিক সংস্থা মার্কিন হামলার নিন্দা জানিয়েছে, বলেছে তাদের পরমাণু শিল্প বন্ধ হবে না।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পারমাণবিক সংস্থা দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি ‘কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে।

ইরানের পারমাণবিক প্রযুক্তি তদারকি করা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান (এইওআই) জানিয়েছে, তিনটি মূল স্থান—ফোরদো, নাতানজ এবং ইস্পাহান—আজ রোববার ভোরে ‘বর্বর হামলার’ শিকার হয়েছে বলে রাষ্ট্র-অধিভুক্ত ইরনা সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

সংস্থাটি এই হামলাগুলোকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ রোধ চুক্তি (এনপিটি) পরিপন্থী। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ) এই ঘটনায় ‘জড়িত থাকার’ অভিযোগ করছে ইরান।

ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের প্রতি সমর্থন জানাতে এবং মার্কিন হামলার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। তারা অঙ্গীকার করেছে, ‘এই জাতীয় শিল্পের (পরমাণু) অগ্রগতি...কখনোই থামতে দেবে না।’

আরও খবর পড়ুন:

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া