হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েল দাবি করেছে, ইরান ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে। ছবি: এএফপি

ইরানের পারমাণবিক সংস্থা মার্কিন হামলার নিন্দা জানিয়েছে, বলেছে তাদের পরমাণু শিল্প বন্ধ হবে না।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পারমাণবিক সংস্থা দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি ‘কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে।

ইরানের পারমাণবিক প্রযুক্তি তদারকি করা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান (এইওআই) জানিয়েছে, তিনটি মূল স্থান—ফোরদো, নাতানজ এবং ইস্পাহান—আজ রোববার ভোরে ‘বর্বর হামলার’ শিকার হয়েছে বলে রাষ্ট্র-অধিভুক্ত ইরনা সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

সংস্থাটি এই হামলাগুলোকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ রোধ চুক্তি (এনপিটি) পরিপন্থী। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ) এই ঘটনায় ‘জড়িত থাকার’ অভিযোগ করছে ইরান।

ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের প্রতি সমর্থন জানাতে এবং মার্কিন হামলার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। তারা অঙ্গীকার করেছে, ‘এই জাতীয় শিল্পের (পরমাণু) অগ্রগতি...কখনোই থামতে দেবে না।’

আরও খবর পড়ুন:

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত